Tuesday, May 9, 2023

ইসলামী ব্যাংকের  সেলফিন এজেন্টের মাধ্যমে বৈধ ভাবে বিশাল অংকের বৈদেশিক রেমিট্যান্স আহরন করা সম্ভব

ইসলামী ব্যাংকের সেলফিন এজেন্টের মাধ্যমে বৈধ ভাবে বিশাল অংকের বৈদেশিক রেমিট্যান্স আহরন করা সম্ভব

 




মোঃ মুরাদ হোসেন | ০৯ মে, ২০২৩ইং

"সেলফিন" ইসলামী ব্যাংকের একটি মাল্টি ফাংশানাল এপ । সাধারন অর্থে যে সকল ব্যাংকিং সেবা বুঝানো হয়  যেমন - নতুন একাউন্ট খোলা, টাকা জমা (সি আর এম মেশিনের মাধ্যমে), টাকা উত্তোলন (এটিএম এবং ব্যাংকের শাখা/এজেন্ট থেকে), এক একাউন্ট থেকে অন্য একাউন্টে / অন্য ব্যাংকের একাউন্টে/ বিকাশ/ নগদ-এ টাকা ট্রান্সফার, চেক বই রিকুইজিশন, গোপন নাম্বারে বৈদেশিক রেমিট্যান্স আহরন, ব্যালেন্স দেখা, স্টেটমেন্ট দেখা ইত্যাদি সেবা এই একটি এপের মাধ্যমে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন বিল দেয়া, টিকেট বুকিং সহ আরো অনেক সুবিধা যুক্ত হয়েছে। এই জন্য সেলফিন এপটি এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় মোবাইল এপ। 

"বাংলাদেশের ৬৮০০০ গ্রামে যদি ১ লক্ষ সেলফিন এজেন্টের মাধ্যমে এই রেমিট্যান্স সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌছে দেয়া যায় তাহলে প্রত্যন্ত অঞ্চলের সধারন গ্রাহকগণকে কষ্ট করে ব্যাংকের শাখা/এজেন্টে যাওয়া লাগবেনা। ফলে বৈধ চ্যানেলের মাধ্যমে প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা  আহরন যেমন বাড়বে, তেমনি গ্রাহকের কষ্ট লাগব হবে।"

শুধুমাত্র জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিষ্ট্রেশন করা যায় বলে এটি সব শ্রেনীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও বিদেশ থেকে পার্সপোর্ট দিয়েও রেজিষ্ট্রেশন করা যায়। বর্তমানে কর্মজীবি মানুষ সেলফিন এপের মাধ্যমে বৈদেশিক রেমিট্যান্স সেবা নেয়ার বিষয়ে সাচ্ছন্দবোধ করছেন। কারন ব্যাংকে না গিয়ে সহজেই সেলফিন এপের মাধ্যমে রেমিট্যান্স নেয়া যায়।

ব্যাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত এপ্রিল মাসে ১৬৮৩.৫১ মার্কিন ডলার বা ১৭৩.২৭ বিলিয়ন টাকা বিদেশ থেকে আমাদের প্রবাসী ভাই-বোনেরা পাঠিয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে  সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইতালী ইত্যাদি রাষ্ট্র থেকে। শুধু সৌদি আরব থেকে এসেছে ২৭৬.১১ মিলিয়ন ডলার বা ২৯৫৪৩.৭৭ মিলিয়ন টাকা। 

এই সৌদি আরব, কুয়েত , কাতার বা ওমানে আমাদের দেশের অনেক প্রবাসী ভাই-বোনের আছেন,  যারা  অল্প শিক্ষিত বা কম পড়া-লেখা জানা,  সহজে পরিবার পরিজনের নিকট রেমিট্যান্স পাঠাতে চান। এই জন্য বিদেশে ব্যাংকের প্রতিনিধিগণ সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সেবা দেয়ার চেষ্টা করছেন। 

কিন্তু পল্লী অঞ্চলের রেমিট্যান্স সুবিধাভোগীরা ব্যাংকে আসতে চায় না। আবার অনেকে অল্প টাকার জন্যও ব্যাংকে যেতে চায় না। এই সুযোগে কিছু অসাধু চক্র মোবাইল এপ ভিত্তিক কিছু আর্থিক প্রতিষ্ঠান এর মাধ্যমে উচ্চ কমিশন নিয়ে হুন্ডির মাধ্যমে তাদেরকে রেমিট্যান্স সেবা দেয়। এতে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকগন প্রকৃত রেমিট্যান্স সেবা থেকে বঞ্চিত হয় এবং বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বঞ্চিত হয়।

বাংলাদেশের ৬৮০০০ গ্রামে যদি ১ লক্ষ সেলফিন এজেন্টের মাধ্যমে এই রেমিট্যান্স সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌছে দেয়া যায় তাহলে প্রত্যন্ত অঞ্চলের সধারন গ্রাহকগণকে কষ্ট করে ব্যাংকের শাখা/এজেন্টে যাওয়া লাগবেনা। ফলে বৈধ চ্যানেলের মাধ্যমে প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা  আহরন যেমন বাড়বে, তেমনি গ্রাহকের কষ্ট লাগব হবে। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, তাহলে এজেন্ট মালিকগন ক্ষতির সম্মুখীন হবেন না তো? না। কোন ভাবেই না। কারন কোন গ্রাহক  সেলফিন এজেন্টের মাধ্যমে রেমিট্যান্স সেবা নিলে সেলফিন এজেন্টকে কমিশন দিতে হবে। কিন্তু ব্যাংকের এজেন্টকে কোন কমিশন দেয়া লাগবে না। ফলে গ্রাহক নিজের স্বাধীন মত রেমিট্যান্স উত্তোলন করতে পারবেন।

এছাড়াও সেলফিন এপের মাধ্যমে এটিএম থেকে টাকা উত্তোলন প্রক্রিয়া আরো সহজ করা যেতে পারে। যেমন - বর্তমানে QR কোডের অনেক ব্যবহার লক্ষনীয়। একজন গ্রাহক সেলফিন  এপের মাধ্যমে সংশ্লিষ্ট এটিএম মেশিনের QR কোড স্ক্যান করে রিকুয়েষ্ট পাঠাবে এবং এটিএম সেই রিকুয়েস্ট গ্রহন করে গ্রাহককে বাটন চেপে নিশ্চিত করতে বলবে। সবশেষে OTP নিশ্চিত করার মাধ্যমে টাকা উত্তোলন প্রক্রিয়া শেষ হবে।

আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সারাদেশে সেলফিন এজেন্ট নিয়োগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে রেমিট্যান্স সেবা প্রাপ্তি আরো সহজ করবেন। 

লেখক- ব্যাংকার 

murad.dc07@gmail.com

Tuesday, June 30, 2020

CellFin Cash Withdraw at ATM | সেলফিন দিয়ে এটিএম থেকে ক্যাশ উত্তোলন

CellFin Cash Withdraw at ATM | সেলফিন দিয়ে এটিএম থেকে ক্যাশ উত্তোলন



এটিএম কার্ড/ভিসা কার্ড ছাড়াই সেলফিন এ্যাপ দিয়ে এটিএম থেকে টাকা উত্তোলন করার পদ্ধতিঃ
  • * লগইন করার পর উইথড্রাল বাটন ক্লিক করে IBBL account অথবা CellFin অথবা Card সিলেক্ট করুন।(মুলত আপনি যে একাউন্ট থেকে টাকা তুলতে চান সেই একাউন্ট টাইপ সিলেক্ট করুন।)
  • * টাকার পরিমাণ টাইপ করুন।
  • * সেলফিন কোড টাইপ করুন।
  • * সাবমিট দিন। একটি টোকেন নং পাবেন। তা সংরক্ষণ করুন কাঙ্খিত টাকা উত্তোলন করা পর্যন্ত।
এবার ২য় ধাপে এটিএমে -
  • * কার্ড বিহীন লেনদেন বাটন চাপুন।
  • * সেলফিন/এমক্যাশ বাটন চাপুন।
  • * সেলফিন মোবাইল নং টাইপ > ওকে
  • * ১ম ধাপে প্রাপ্ত টোকেন নং টাইপ > ওকে
  • * টাকার পরিমাণ টাইপ (১ম ধাপে টাইপকৃত পরিমাণ হুবহু টাইপ করুন)> ওকে
  • * সেলফিন কোড টাইপ করুন > ওকে ।
ব্যস, কাজ শেষ। ফি -*-* এর পরিমাণ দেখাবে। ওকে করুন তারপর টাকা সংগ্রহ করুন।
-*-* ডেবিট একাউন্ট ইসলামী ব্যাংকের হলে ফি এর পরিমাণ ০.০০ দেখাবে ।
CellFin : Digital wallet of Islami Bank | ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট - সেলফিন

CellFin : Digital wallet of Islami Bank | ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট - সেলফিন



ইসলামী ব্যাংক দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সুদ মুক্ত ব্যাংক হিসেবে ১৯৮৩ যাত্রা শুরু করেছে। যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন বিকল্প সেরা পদ্ধতি উদ্ভাবন করে ইসলামী ব্যাংক তার গ্রাহকদের উত্তম সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে ব্যাংকিং লেনদেন পদ্ধতিরও অনেক পরিবর্তন এসেছে। এমন একটা সময় আসবে যে আপনি তথ্য প্রযুক্তি ছাড়া কোন ব্যাংকিং লেনদেন কল্পনাও করতে পারবেন না। এরই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক “Banking and Beyond” এই শ্লোগানকে সামনে রেখে নিয়ে এসেছে দেশের সর্ববৃহৎ ডিজিটাল ওয়ালেট সার্ভিস IBBL CellFin মোবাইল অ্যাপ।
IBBL CellFin এর সেবা/ সার্ভিস
ইসলামী ব্যাংক CellFin এর মাধ্যমে যে সকল সেবা পাওয়া যাবে-
❏ দেশের সর্ববৃহৎ ডিজিটাল ওয়ালেট সার্ভিস একাউন্ট
❏ যেকোন ভিসা/ মাস্টার/ ক্রেডিট/ ডেবিট কার্ড থেকে অ্যাকাউন্টে টাকা অ্যাড ও ট্রান্সফারের সুবিধা
❏ ওয়ালেট টু ওয়ালেট মানি রিকোয়েস্ট পাঠানাের সুবিধা
❏ এমক্যাশ টু ওয়ালেট/ ওয়ালেট টু এমক্যাশ টাকা অ্যাড ও ট্রান্সফার সুবিধা
❏ IBFT/ BEFTN/ NPSB/ RTGS ফান্ড ট্রান্সফার সহজেই
❏ রেমিট্যান্স/ স্পট ক্যাশ এর টাকা সরাসরি গ্রহণ
❏ টপ-আপ সুবিধা (যেকোন মােবাইল অপারেটরে)
❏ ই-কমার্স পেমেন্ট (QR কোড/ অনলাইন গেটওয়ে)
❏ তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট
❏ ইউটিলিটি বিল পরিশােধ
❏ যেকোন ব্যাংকের ভিসা/ মাস্টার কার্ডের বিল পরিশােধ
❏ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর টিউশন ফি প্রদান
❏ যেকোন প্রতিষ্ঠানের বেতন-ভাতা প্রদান ও গ্রহণ
❏ ভার্চুয়াল/ কার্ডবিহীন টাকা উত্তোলন
❏ এটিএম, এজেন্ট ব্যাংকিং আউটলেট, মােবাইল ব্যাংকিং আউটলেট, ব্রাঞ্চ এবং সাব-ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন সুবিধা
❏ মার্চেন্ট লয়ালিটি প্রোগ্রাম
❏ কুপন, গিফট কার্ড এবং ভাউচার ইত্যাদি।
IBBL CellFin এর সুবিধা
IBBL CellFin এর মাধ্যমে আপনি যে সকল সুবিধাসমূহ পাবেন তা নিম্নে তুলে ধরা হলো-
১. এই অ্যাপের মাধামে আপনি টাকা প্রেরণ এবং গ্রহণ করতে পারবেন।
২. যেকোন হিসাবে টাকা পাঠাতে পারবেন।
৩. তালিকাভুক্ত শপ এবং অনলাইনে কেনাকাটা করতে পারবেন।
৪. বিল পে করতে পারবেন।
৫. সংযুক্ত কার্ডগুলোর ব্যালেন্স চেক এবং জমা-খরচের বিবরণী দেখতে পারবেন।
৬. মোবাইল ফোনের ব্যালেন্স টপ আপ করতে পারবেন।
৭. অন্য কাউকে টাকা পাঠানের জন্য অনুরোধ পাঠাতে পারবেন।
৮. mCash হিসাবে টাকা পাঠাতে পারবেন।
৯. যে কোন লোকাল মোবাইল নম্বরে টাকা পাঠানো যাবে।
১০. দেশের বাইরে থেকেও আপনি এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।
IBBL CellFin অ্যাপের আকর্ষণীয় ফিচার
নিম্নে IBBL CellFin অ্যাপের আকর্ষণীয় ফিচারসমূহ তুলে ধরা হলো-
১. যেকোন IBBL Card/ একাউন্ট সংযুক্ত করা
IBBL CellFin অ্যাপে ইসলামী ব্যাংকের যেকোন কার্ড/ হিসাব সংযুক্ত করে সরাসরি নিজ হিসাব হতে কেনাকাটা, মোবাইল টপ-আপ সহ অ্যাপের সবধরনের সেবাসমুহ উপভোগ করা যায়। আলাদাভাবে ক্যাশ ইনের কোন ঝামেলা নেই।
২. যেকোন VISA/MasterCard থেকে ফান্ড ট্রান্সফার
অন্য ব্যাংকের VISA/MasterCard হতে ফান্ড ট্রান্সফার করে IBBL CellFin অ্যাপের মাধ্যমে সব ধরনের ব্যাংকিং সুবিধা।
৩. QR কোডের মাধ্যমে কেনাকাটা
অ্যাপ হতে সরাসরি QR কোড স্ক্যানের মাধ্যমে ১০,০০০ এর বেশি দোকানে কেনাকাটার সুবিধা।
৪. মোবাইল টপ-আপ
IBBL CellFin অ্যাপের মাধ্যমে যেকোন প্রি-পেইড/পোষ্ট-পেইড মোবাইল নাম্বারে ইন্সট্যান্ট মোবাইল টপ-আপের সুবিধা।
৫. সেন্ড মানি/ফান্ড ট্রান্সফার
ইসলামী ব্যাংকের যেকোন ডেবিট/ক্রেডিট/এমক্যাশ/এজেন্ট ব্যাংকিং হিসাবে তাৎক্ষণিক টাকা পাঠানোর সুবিধা।
৬. রিকোয়েস্ট মানি
IBBL CellFin অ্যাপ ব্যবহার করে সরাসরি অ্যাপ হতে QR কোড স্ক্যানের মাধ্যমে ইসলামী ব্যাংকের এক হিসাব হতে অন্য হিসাবে টাকা গ্রহনের সুবিধা।
৭. বিল পে
ডেসকো, ডেসা, টিউশন ফি ও ইসলামী ব্যাংকের ক্রেডিট (খিদমাহ) কার্ডসহ ১,০০০ এর বেশী কোম্পানির বিল পেমেন্টে সুবিধা।
৮. ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট
ডাউনলোডকৃত যেকোন কার্ডের তাৎক্ষণিক ব্যালেন্স দেখার সুবিধা এবং শেষ ২০টি লেনদেনের মিনি স্টেটমেন্ট দেখার সুবিধা।
বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ বুথ ব্যাংকিংয়ে যোগাযোগ করুন।
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন।
❏ টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
❏ টেলেক্সঃ 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
❏ ফ্যাক্সঃ ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
❏ সুইফটঃ IBBLBDDH
❏ কেবলঃ ISLAMIBANK
❏ ইমেইলঃ info@islamibankbd.com
❏ ওয়েবসাইটঃ www.islamibankbd.com
কৃতজ্ঞতাঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, আইবিবিএল