Tuesday, June 30, 2020

CellFin : Digital wallet of Islami Bank | ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট - সেলফিন

SHARE


ইসলামী ব্যাংক দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সুদ মুক্ত ব্যাংক হিসেবে ১৯৮৩ যাত্রা শুরু করেছে। যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন বিকল্প সেরা পদ্ধতি উদ্ভাবন করে ইসলামী ব্যাংক তার গ্রাহকদের উত্তম সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে ব্যাংকিং লেনদেন পদ্ধতিরও অনেক পরিবর্তন এসেছে। এমন একটা সময় আসবে যে আপনি তথ্য প্রযুক্তি ছাড়া কোন ব্যাংকিং লেনদেন কল্পনাও করতে পারবেন না। এরই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক “Banking and Beyond” এই শ্লোগানকে সামনে রেখে নিয়ে এসেছে দেশের সর্ববৃহৎ ডিজিটাল ওয়ালেট সার্ভিস IBBL CellFin মোবাইল অ্যাপ।
IBBL CellFin এর সেবা/ সার্ভিস
ইসলামী ব্যাংক CellFin এর মাধ্যমে যে সকল সেবা পাওয়া যাবে-
❏ দেশের সর্ববৃহৎ ডিজিটাল ওয়ালেট সার্ভিস একাউন্ট
❏ যেকোন ভিসা/ মাস্টার/ ক্রেডিট/ ডেবিট কার্ড থেকে অ্যাকাউন্টে টাকা অ্যাড ও ট্রান্সফারের সুবিধা
❏ ওয়ালেট টু ওয়ালেট মানি রিকোয়েস্ট পাঠানাের সুবিধা
❏ এমক্যাশ টু ওয়ালেট/ ওয়ালেট টু এমক্যাশ টাকা অ্যাড ও ট্রান্সফার সুবিধা
❏ IBFT/ BEFTN/ NPSB/ RTGS ফান্ড ট্রান্সফার সহজেই
❏ রেমিট্যান্স/ স্পট ক্যাশ এর টাকা সরাসরি গ্রহণ
❏ টপ-আপ সুবিধা (যেকোন মােবাইল অপারেটরে)
❏ ই-কমার্স পেমেন্ট (QR কোড/ অনলাইন গেটওয়ে)
❏ তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট
❏ ইউটিলিটি বিল পরিশােধ
❏ যেকোন ব্যাংকের ভিসা/ মাস্টার কার্ডের বিল পরিশােধ
❏ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর টিউশন ফি প্রদান
❏ যেকোন প্রতিষ্ঠানের বেতন-ভাতা প্রদান ও গ্রহণ
❏ ভার্চুয়াল/ কার্ডবিহীন টাকা উত্তোলন
❏ এটিএম, এজেন্ট ব্যাংকিং আউটলেট, মােবাইল ব্যাংকিং আউটলেট, ব্রাঞ্চ এবং সাব-ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন সুবিধা
❏ মার্চেন্ট লয়ালিটি প্রোগ্রাম
❏ কুপন, গিফট কার্ড এবং ভাউচার ইত্যাদি।
IBBL CellFin এর সুবিধা
IBBL CellFin এর মাধ্যমে আপনি যে সকল সুবিধাসমূহ পাবেন তা নিম্নে তুলে ধরা হলো-
১. এই অ্যাপের মাধামে আপনি টাকা প্রেরণ এবং গ্রহণ করতে পারবেন।
২. যেকোন হিসাবে টাকা পাঠাতে পারবেন।
৩. তালিকাভুক্ত শপ এবং অনলাইনে কেনাকাটা করতে পারবেন।
৪. বিল পে করতে পারবেন।
৫. সংযুক্ত কার্ডগুলোর ব্যালেন্স চেক এবং জমা-খরচের বিবরণী দেখতে পারবেন।
৬. মোবাইল ফোনের ব্যালেন্স টপ আপ করতে পারবেন।
৭. অন্য কাউকে টাকা পাঠানের জন্য অনুরোধ পাঠাতে পারবেন।
৮. mCash হিসাবে টাকা পাঠাতে পারবেন।
৯. যে কোন লোকাল মোবাইল নম্বরে টাকা পাঠানো যাবে।
১০. দেশের বাইরে থেকেও আপনি এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।
IBBL CellFin অ্যাপের আকর্ষণীয় ফিচার
নিম্নে IBBL CellFin অ্যাপের আকর্ষণীয় ফিচারসমূহ তুলে ধরা হলো-
১. যেকোন IBBL Card/ একাউন্ট সংযুক্ত করা
IBBL CellFin অ্যাপে ইসলামী ব্যাংকের যেকোন কার্ড/ হিসাব সংযুক্ত করে সরাসরি নিজ হিসাব হতে কেনাকাটা, মোবাইল টপ-আপ সহ অ্যাপের সবধরনের সেবাসমুহ উপভোগ করা যায়। আলাদাভাবে ক্যাশ ইনের কোন ঝামেলা নেই।
২. যেকোন VISA/MasterCard থেকে ফান্ড ট্রান্সফার
অন্য ব্যাংকের VISA/MasterCard হতে ফান্ড ট্রান্সফার করে IBBL CellFin অ্যাপের মাধ্যমে সব ধরনের ব্যাংকিং সুবিধা।
৩. QR কোডের মাধ্যমে কেনাকাটা
অ্যাপ হতে সরাসরি QR কোড স্ক্যানের মাধ্যমে ১০,০০০ এর বেশি দোকানে কেনাকাটার সুবিধা।
৪. মোবাইল টপ-আপ
IBBL CellFin অ্যাপের মাধ্যমে যেকোন প্রি-পেইড/পোষ্ট-পেইড মোবাইল নাম্বারে ইন্সট্যান্ট মোবাইল টপ-আপের সুবিধা।
৫. সেন্ড মানি/ফান্ড ট্রান্সফার
ইসলামী ব্যাংকের যেকোন ডেবিট/ক্রেডিট/এমক্যাশ/এজেন্ট ব্যাংকিং হিসাবে তাৎক্ষণিক টাকা পাঠানোর সুবিধা।
৬. রিকোয়েস্ট মানি
IBBL CellFin অ্যাপ ব্যবহার করে সরাসরি অ্যাপ হতে QR কোড স্ক্যানের মাধ্যমে ইসলামী ব্যাংকের এক হিসাব হতে অন্য হিসাবে টাকা গ্রহনের সুবিধা।
৭. বিল পে
ডেসকো, ডেসা, টিউশন ফি ও ইসলামী ব্যাংকের ক্রেডিট (খিদমাহ) কার্ডসহ ১,০০০ এর বেশী কোম্পানির বিল পেমেন্টে সুবিধা।
৮. ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট
ডাউনলোডকৃত যেকোন কার্ডের তাৎক্ষণিক ব্যালেন্স দেখার সুবিধা এবং শেষ ২০টি লেনদেনের মিনি স্টেটমেন্ট দেখার সুবিধা।
বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ বুথ ব্যাংকিংয়ে যোগাযোগ করুন।
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন।
❏ টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
❏ টেলেক্সঃ 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
❏ ফ্যাক্সঃ ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
❏ সুইফটঃ IBBLBDDH
❏ কেবলঃ ISLAMIBANK
❏ ইমেইলঃ info@islamibankbd.com
❏ ওয়েবসাইটঃ www.islamibankbd.com
কৃতজ্ঞতাঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, আইবিবিএল
SHARE

Author: verified_user

0 comments: