Tuesday, June 30, 2020

CellFin Cash Withdraw at ATM | সেলফিন দিয়ে এটিএম থেকে ক্যাশ উত্তোলন

SHARE


এটিএম কার্ড/ভিসা কার্ড ছাড়াই সেলফিন এ্যাপ দিয়ে এটিএম থেকে টাকা উত্তোলন করার পদ্ধতিঃ
  • * লগইন করার পর উইথড্রাল বাটন ক্লিক করে IBBL account অথবা CellFin অথবা Card সিলেক্ট করুন।(মুলত আপনি যে একাউন্ট থেকে টাকা তুলতে চান সেই একাউন্ট টাইপ সিলেক্ট করুন।)
  • * টাকার পরিমাণ টাইপ করুন।
  • * সেলফিন কোড টাইপ করুন।
  • * সাবমিট দিন। একটি টোকেন নং পাবেন। তা সংরক্ষণ করুন কাঙ্খিত টাকা উত্তোলন করা পর্যন্ত।
এবার ২য় ধাপে এটিএমে -
  • * কার্ড বিহীন লেনদেন বাটন চাপুন।
  • * সেলফিন/এমক্যাশ বাটন চাপুন।
  • * সেলফিন মোবাইল নং টাইপ > ওকে
  • * ১ম ধাপে প্রাপ্ত টোকেন নং টাইপ > ওকে
  • * টাকার পরিমাণ টাইপ (১ম ধাপে টাইপকৃত পরিমাণ হুবহু টাইপ করুন)> ওকে
  • * সেলফিন কোড টাইপ করুন > ওকে ।
ব্যস, কাজ শেষ। ফি -*-* এর পরিমাণ দেখাবে। ওকে করুন তারপর টাকা সংগ্রহ করুন।
-*-* ডেবিট একাউন্ট ইসলামী ব্যাংকের হলে ফি এর পরিমাণ ০.০০ দেখাবে ।
SHARE

Author: verified_user

0 comments: